Singer : Manomoy Bhattacharyya,Somchanda
Lyrics : Subhendu Dasmunshi
Composer : Bickram Ghosh
Recording, Mixing, Mastering : Shamik Guha Roy
Movie : Durgeshgorer Guptodhon
Director : Dhrubo Banerjee
Label : SVF Music
Ma Go Tui Asbi Bole Song Lyrics In Bengali
মাগো তুই আসবি বলে
যতই আলো জ্বেলেছিলাম,
নবমীর রাত পোহাতেই
সব নিভিয়ে ফেলেছিলাম।
মাগো তুই আসবি বলে
যতই আলো জ্বেলেছিলাম,
নবমীর রাত পোহাতেই
সব নিভিয়ে ফেলেছিলাম।
কৈলাশে মা ফিরলি রে তুই
সকল কথা ফেলে রেখে,
মন ভরলো কোথায় মা গো
তোর ওই মুখ দেখে দেখে।
চালচিত্রের সামনে প্রদীপ
একটি মাত্র জ্বেলে রেখে,
ভাবছি মা তোর রূপের আলো
যুগে যুগে মন ভোলালো,
মন খারাপের ঢাকের বোলও
কোন খেয়ালে মন দোলালো।
মাগো তুই আসবি বলে
যতই আলো জ্বেলেছিলাম,
নবমীর রাত পোহাতেই
সব নিভিয়ে ফেলেছিলাম।
বিদায় দেবার আগে মা তোর
গাল দু'খানি ছুঁই,
আসছে বছর এই শরতে
আবার আসিস তুই..
আসছে বছর এই শরতে
আবার আসিস তুই...
Ma Go Tui Asbi Bole Lyrics In English
Maa go tui asbi bole
Comments
Post a Comment
If you have any suggestion, please let me know.